#CNS_info
এবার ওয়াইফাই দিয়েই করা যাবে ফোন, লাগবে না সিম, জানুন কীভাবে...
নেটওয়ার্ক নেই, কুছ পরোয়া নেই, ওয়াইফাই মারফত করা যাবে ফোন। এবার থেকে এই বিশেষ প্রযুক্তি বাজারে আনতে চলেছে টেলিকম রেগুলেটরি সংস্থা ট্রাই। সংস্থার তরফে এই বিশেষ পরিষেবার নাম দেওয়া হয়েছে ইন্টারনেট টেলিফোনি।
কীভাবে কাজ কবে এই প্রযুক্তি?
গত অক্টোবরেই এই প্রযুক্তি নিয়ে প্রাথমিক উৎসাহ দেখিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয়েছিল, গ্রাহককে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটি নির্দিষ্ট সার্ভিস প্রোভাইডাডের হবে, যেমন এয়ারটেল বা ভোডাফোন। সেই অ্যাপটি ডাউনলোড করলেই গ্রাহক একটি ১০ সংখ্যার নম্বর পাবেন, যেটি অন্য যে কোনও মোবাইল নম্বরের মতোই হবে। আর তারপর ইন্টারনেট ব্যবহার করেই সেই অ্যাপ মারফত কল করা যাবে। এক্ষেত্রে কোনও সিম প্রয়োজন হবে না। কোনও গ্রাহক একটি সংস্থার সিম ব্যবহার করলেও অন্য সংস্থার অ্যাপ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে একটি সংস্থার গ্রাহক অন্য সংস্থার নম্বর নিয়ে ফোন করতে পারবেন। শুধু ডাউনলোড করতে হবে অ্যাপটি। ফোনের ইন্টারনেট না ব্যবহার করে শুধু ব্যবহার করতে হবে ব্রডব্যান্ডের ওয়াইফাই।
কেন এই প্রযুক্তি?
অনেক সময়েই দেখা যায় অনেক বড় বাড়িতে, অফিসে নানা ধরণের নেটওয়ার্কের সমস্যা থাকে। সেই সমস্যার কারণে কল ড্রপের মতো সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। সেই সমস্যা থেকে সাধারণ মানুষকে বের করে আনতেই এই ওয়াই-ফাই ব্যবহারে ছাড়পত্র দেওয়ার কথা ভাবছে টেলিকম রেগুলেটরি সংস্থা ট্রাই। এর ফলে সারা দেশে যোগাযোগের বিষয়টি আরও উন্নত হবে বলেই মনে করছেন তারা।
- আজকাল ওয়েবডেস্ক