পথের কোলাজ

|| পথের কোলাজ ||

হে ছায়াবৃতা!
মধুবনের দোতলার সিঁড়িটা আজ ফ্যাকাসে;
অনম্বরতা আমার শিরায় শিরায়-
নিশি বেলার পান্তাভাতে তুমি আজ নেই।
বিষাক্তের চেয়েও বিষাক্ত হোক তোমার ১৮ই জুলাই।

হে অনিরুদ্ধ!
নেকড়ের চেয়েও খিপ্র তোমার গতি;
অনুসূর্য  আজ ক্রদ্ধ তোমার হিংস্রতায়-
একযুগ স্তিমিত হয়ে গেল।
কলমের নিব আর সাদা খাতা আজ আমাকে ধিক্কার জানায়।

হে প্রিপাত্র!
উদীচী হতে ছুটে চলেছি আমি-
অন্তিক সর্বনাশের পথে, বিষাক্ততার নেশায়।
বুদ্ধি ও মনন মেলানোর প্রচেষ্টা আজ ব্যর্থ পরিহাস মাত্র।
আলস্যভরা চিত্তে জ্ঞানপাপী হয়েই অতিবাহিত করলাম এক যুগ।

হে অঙ্গনা!
নব শীষমহলের স্বপ্নে বিভোর আমি;
অহনা প্রাতে থেকো আমার প্রতিক্ষায়।
তুমি চাও আমায় বসন্তে ঊষার প্রান্তরে,
কিন্তু আমার জীবনে বসন্ত কেবল ঋতু হয়েই বেঁচে রয়।