🏆বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার-নোবেল পুরুস্কার।
🏆নোবেল পুরুস্কার চালু হয়-১৯০১ সালে।
🏆নোবেল পুরুস্কারের প্রবর্তক-আলফ্রেড নোবেল।
🏆আলফ্রেড নোবেল ছিলেন-সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী।
🏆আলফ্রেড আবিস্কার করেন-ডিনামাইট।
🏆নোবেল পুরুস্কার দেওয়া হয়-সুইডেন থেকে।
🏆বর্তমানে ৬টি বিষয়ে নোবেল পুরুস্কার দেওয়া হয়।
🏆নোবেল পুরুস্কার প্রদানকারী সংস্থা ৪টি।
🏆শান্তিতে নোবেল পুরুস্কার দেয় নরওয়ে দেশ থেকে।
🏆বিশ্বের সর্বপ্রথম নোবেল বিজয়ী মহিলা মাদাম কুরী।
🏆রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরুস্কার পান উইন্সটন চার্চিল।
🏆এশিয়া হতে প্রথম নোবেল পুরুস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
🏆শান্তুিতে নোবেল পুরুস্কার পেয়ে ও প্রত্যাখ্যান করেন- লি ডাক থো।
🏆প্রথম শান্তিতে নোবেল পুরুস্কার বিজয়ী মহিলা-বার্থান সুটনার।
🏆দুইজন ব্যক্তি মরণোত্তর নোবেল পুরুস্কার পান-এরিক কালাফেল্ট এবং দ্যাগ হ্যামারশোল্ড।
🏆প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নোবেল পুরুস্কার প্রদান করা হয় ১০ ডিসেম্বর।
🏆বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার-নোবেল পুরুস্কার।
🏆নোবেল পুরুস্কার চালু হয়-১৯০১ সালে।
🏆নোবেল পুরুস্কারের প্রবর্তক-আলফ্রেড নোবেল।
🏆আলফ্রেড নোবেল ছিলেন-সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী।
🏆আলফ্রেড আবিস্কার করেন-ডিনামাইট।
🏆নোবেল পুরুস্কার দেওয়া হয়-সুইডেন থেকে।
🏆বর্তমানে ৬টি বিষয়ে নোবেল পুরুস্কার দেওয়া হয়।
🏆নোবেল পুরুস্কার প্রদানকারী সংস্থা ৪টি।
🏆শান্তিতে নোবেল পুরুস্কার দেয় নরওয়ে দেশ থেকে।
🏆বিশ্বের সর্বপ্রথম নোবেল বিজয়ী মহিলা মাদাম কুরী।
🏆রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরুস্কার পান উইন্সটন চার্চিল।
🏆এশিয়া হতে প্রথম নোবেল পুরুস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
🏆শান্তুিতে নোবেল পুরুস্কার পেয়ে ও প্রত্যাখ্যান করেন- লি ডাক থো।
🏆প্রথম শান্তিতে নোবেল পুরুস্কার বিজয়ী মহিলা-বার্থান সুটনার।
🏆দুইজন ব্যক্তি মরণোত্তর নোবেল পুরুস্কার পান-এরিক কালাফেল্ট এবং দ্যাগ হ্যামারশোল্ড।
🏆প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নোবেল পুরুস্কার প্রদান করা হয় ১০ ডিসেম্বর।