ঘুরে আসি পাথরের দেশ - পাথরেরা যেখানে হেঁটে বেড়ায়

#Cns_info

আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালীর মরুভূমি ।
ভাবলে অবাক হবেন এখানে মাঝে মাঝেই পাথরেরা হেঁটে বেড়ায়।

এগুলো এমনকি ১০০ গজ অবধি স্থানান্তরিত হওয়ার রেকর্ডও রয়েছে।

পেল্লাই সাইজের এরকম পাথরের কোন কোনটির ওজন ১০০ টন অবধি। এই চলন্ত পাথরের রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানীরা আজো পরিষ্কারভাবে দিতে পারেন নি।

অনেক বিজ্ঞানীর ধারণা এর কারণ হল তীব্র বাতাস এবং মরুর কাদাময় বালির প্রবাহ। কিন্তু তাঁরা ব্যাখ্যা করতে পারেন নি যে  পাশাপাশি থাকা দুটি প্রায় একই ওজনের পাথর আলাদা আলাদা গতিতে এবং আলাদা আলাদা যায়গায় সরে যায় কিভাবে ?

এছারা হিসেব করেই বলা যায় যে অমন ওজনের একেকটি পাথর নড়াতে একশ মাইল গতির বায়ূপ্রবাহ দরকার যা ঐ মরুভূমিতে নেই।

সুতরাং অনেক অমিমাংসিত প্রাকৃতিক ঘটনার মত এই প্রাকৃতিক ঘটনাটিও এখনো অমিমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে।