জাগরন

---জাগরন---
আমরা মানুষ
মানবীক সত্তার বিকাশ
মননশীল চেতনার উন্নয়ন
আমাদের হাতে সমর্পিত আজ।

তবু ভুল করে চলেছি,
বিবেকের কাছে লজ্জিত আমরা।
হয়তো-বা শীতঘুমে নিমজ্জিত।

দেরি হয়ে গেছে কী খুব?
না-কী এ মেরুপ্রদেশের রত্রী?
অস্তাগত সূর্য শূচনাকরে সুপ্রভাত।

-----অভিজিৎ বেরা---
#Intolerant_Ov